বুধবার, জানুয়ারী ২৯, ২০২৫

রাশমিকার চেয়েও বেশি পারিশ্রমিক হাঁকছেন শ্রীনিধি

সাংবাদিকের নাম

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৮:০৫ পিএম

‘কেজিএফ ২’ ছবির দারুন সাফল্যের পর বেশ কিছু ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন ছবির অভিনেত্রী শ্রীনিধি শেঠি। ছবিতে রকিং স্টার খ্যাত অভিনেতা যশ এর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে অভিনেত্রী বেশ মোটা অংকের পারিশ্রমিক হাঁকছেন। ‘কেজিএফ’ ছবির দু’টি পার্টেই অভিনয় করেছেন শ্রীনিধি।

একটি প্রতিবেদন অনুযায়ী কয়েকটি নতুন ছবিতে অভিনয়ের জন্য তেলেগু ছবির কিছু প্রযোজক শ্রীনিধিকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী এতোটাই মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন যে তা শুনে প্রযোজকরা যথেষ্ট অবাক হয়েছেন।

প্রসঙ্গত, রাশমিকা মান্দানা যে পারিশ্রমিক নিচ্ছেন তার চেয়ে অনেক বেশি পারিশ্রমিক দাবি করছেন শ্রীনিধি। ‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করে রাশমিকা তিন কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। যদিও এই ছবির দ্বিতীয় পাটের তার পারিশ্রমিক কয়েকগুণ বাড়ানো হয়েছে।

এদিকে শ্রীনিধি রাশমিকার সেই বর্ধিত পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি পারিশ্রমিক দাবি করছেন বলে সূত্রের খবর। এই মুহূর্তে অভিনেত্রীর হাতে একটি তামিল ছবির কাজ রয়েছে। কোবরা শীর্ষক এই ছবির কেন্দ্রীয় চরিত্র বিক্রম এর বিপরীতে দেখা যাবে শ্রীনিধিকে।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করছেন আর.অজয়। আগামী ১১ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা।