শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

শ্রীলঙ্কাকে ২৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

সাংবাদিকের নাম

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০৫:০৮ এএম

ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে মাত্র ২৯ রানের লক্ষ্য পেলো সফরকারী শ্রীলঙ্কা। দিনের বাকি থাকা ৫৫ ওভারে মাত্র ২৯ রান করতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে দিমুথ করুনারাত্নের দল।

শুক্রবার (২৭ মে) ম্যাচের পঞ্চম দিন সকালে বাংলাদেশ দল তাকিয়ে ছিলো লিটন দাস আর মুশফিকুর রহিমের দিকে। দু’জনে ভালোই শুরু করেছিলেন। কিন্তু দিনের অষ্টম ওভারেই কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে যান মুশফিকুর রহিম (২৩)। উইকেটে থাকা লিটন দাসের সঙ্গী হন সাকিব আল হাসান। দু’জনের জুটিতেই ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড নেয় বাংলাদেশ।

মধ্যাহ্ণ বিরতির আগে ৬১ বলে ৭ বাউন্ডারিতে ক্যারিয়ারের ২৭ নম্বর ফিফটি তুলে নেন সাকিব। মধ্যাহ্ণ বিরতির পরই লিটন-সাকিব জুটিতে শতরান এসে যায়। কিন্তু তখনই ছন্দপতন। নিজের বলে অসাধারণ ক্যাচ নিয়ে লিটনকে ফিরিয়ে দেন আসিথা ফার্নান্দো। আউট হওয়ার আগে ১৩৫ বলে ৩ চারে ৫২ রান করে ফিরেন লিটন। ভাঙে ১০৩ রানের ৬ষ্ঠ উইকেট জুটি।

সাকিবের সঙ্গে যোগ দেন মোসাদ্দেক। ১১ নম্বর বলে চার মেরে রানের খাতা খোলেন। কিন্তু সাকিব বেশিক্ষণ টিকতে পারেননি। উইকেটকিপার নিরোশান ডিকাভেলার গ্লাভসে ধরা পড়ে শেষ হয় তার ৭২ বলে ৭ চারে ৫৮ রানের ইনিংস। শিকারী সেই আসিথা ফার্নান্দো। বিপদে পড়ে যায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ‘ডাক’ মারা মোসাদ্দেক রমেশ মেন্ডিসের বলে এলবিডাব্লিউ হন ৯ রানে। তাইজুল ইসলামকে (১) লেগ বিফোরের ফাঁদে ফেলেন আসিথা ফার্নান্দো। আম্পায়ার আঙুল না তুললেও রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা। পরের বলেই ‘গোল্ডেন ডাক’ মারেন খালেদ আহমেদ। ১৬৯ রানে প্যাকেট হয়ে যায় বাংলাদেশ। লিড হয় মাত্র ২৮ রানের।

আসিথা ১৭.৩ ওভার বল করে ৫ মেডেনসহ ৫১ রানে নেন ৬ উইকেট। ২টি নিয়েছেন কাসুন রাজিথা এবং রমেশ মেন্ডিস নিয়েছেন ১টি।