শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
logo

দুর্নীতিবাজ-বিপথগামীরা যুবলীগে আসতে পারবে না: নিখিল


সাংবাদিকের নাম   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ০৪:৫৫ পিএম

দুর্নীতিবাজ-বিপথগামীরা যুবলীগে আসতে পারবে না: নিখিল

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ক্যাসিনো ও কমিটি বাণিজ্য করবো না। আমাদের হাত দিয়ে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের নাম আসবে না। দুর্নীতিবাজ ও বিপথগামীরা যুবলীগে আসতে পারবে না। সৎ ও পরিচ্ছন্নদের দিয়ে যুবলীগের কমিটি হবে।

শনিবার (২৮ মে) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন পরবর্তী প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে জানিয়ে মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগকে সজাগ থাকতে হবে। যেখানে বিএনপি ও জামায়াত ষড়যন্ত্র করবে সেখানে যুবলীগ মোকাবিলা করবে। সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই। সেই সোনার মানুষ যুবলীগ। সেটা দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেখতে পাই।

তিনি বলেন, শেখ হাসিনা কাজ করছেন, আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। প্রতিটি সংগঠনে অনুপ্রবেশকারী প্রবেশ করছে, আমাদের সেদিকে সজাগ থাকতে হবে।