সাংবাদিকের নাম প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৪, ০৪:৫৬ এএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ও বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০ ও মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) এবং বিনোদপুর এলাকার এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম ।
চককীর্তি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) শামীম রেজা বলেন, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান। সেসময় বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান। খাইরুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহীনি।
চককীর্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, আম কুড়াতে গিয়ে চককীর্তি ও বিনোদপুর এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের বাগানে তারা দুজন মিলে আম কুড়াতে যায়। হঠাৎ বজ্রপাতের আঘাতে তারা ঘটনাস্থলে মারা যায়। তাদের লাশ এখন বাড়িতে আছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।