বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আমিরাতে লটারিতে ৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

সাংবাদিকের নাম

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪, ০৪:২৪ পিএম

আমিরাত প্রবাসী বাংলাদেশি আরিফ খান শারজাহতে লটারীতে প্রায় ৫ কোটি টাকা জিতেছেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,তিনি ‘মাইটি টুয়েন্টি মিলিয়ন’ র‍্যাফেল ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন।

৩৬ বছর বয়সী আরিফ খান খালিজ টাইমসকে বলেন, ‘আমি আমার ভাগ্য পরীক্ষা করে দেখছিলাম। এর আগে আমি কখনোই লটারির টিকেট কিনিনি।’

পুরষ্কারের এই অর্থ বাংলাদেশি টাকায় কত হবে তা তিনি জানেন কী না জানতে চাইলে তিনি হিসেব করার চেষ্টা করেন। তবে একসময় তিনি টাকার অংকটা বের করতে না পেরে হাল ছেড়ে দেন এবং জানান ২০ মিলিয়ন ডলার নিয়ে তিনি এখন কী করবেন, তারও কোনো পরিকল্পনা করেননি।

তবে তিনি বলেন, ‘আমার আসলে কোনো পরিকল্পনা নেই। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিগ টিকেটের প্রচার দেখেছি এবং আগ্রহী হয়েছি। আমি আগে কখনো আমার ভাগ্য পরীক্ষা করিনি। আমি ১২ বছর যাবত সৌদি আরবে কাজ করেছি। আমার ব্যবসা সেখানে নেমে গিয়েছিল। কিন্তু এখন সব ঠিক আছে।

‘আমার দুই সন্তান, আমার স্ত্রী এবং আমার বাবা-মা রয়েছে। আমার ভাই এখানে (শারজাহ) দোকান চালায়। আমরা একটি সুখী পরিবার। আমি এই অর্থ অন্যদের সাহায্য করার জন্য ব্যয় করতে চাই। টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ংকর জিনিস। তাই, আমি এই অর্থ নিজেকে পরিবর্তন করতে ব্যবহার করতে চাই না।‘

আরিফ খান বাংলাদেশের ঢাকার বাসিন্দা। সৌদি আরবে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে ৪ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বসবাস করছেন।